1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের নিয়মিত অভিযান, নথি জব্দ
নতুন সংবাদ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত ড্যাব সিরাজগঞ্জ শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
                   
                       

সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের নিয়মিত অভিযান, নথি জব্দ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
130

সিরাজগঞ্জ সরকারি কলেজে পরিবহন খাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে অফিস নথি পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন কাগজপত্র জব্দ করে।

কলেজ সূত্রে জানা যায়, পরিবহন খাত, শিক্ষার্থী কল্যাণ তহবিল, খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়সহ নানা খাতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে হায়েস গাড়ির নামে অর্থ আদায় করা হলেও কলেজে এমন কোনো গাড়ি নেই—এই বিষয়টি দুদকের নজরে আসে।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ, সরকারি বরাদ্দের অপব্যবহার এবং শিক্ষার্থী ফি নিয়ে অনিয়মের বিষয়েও অনুসন্ধান চালায় দুদক।

সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, “কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। পরিবহন খাতের লগবুক পর্যবেক্ষণ করে দেখা গেছে শিক্ষার্থীরা হাইস গাড়ি ব্যবহার না করলেও শুধু অধ্যক্ষ ও শিক্ষকরা ব্যবহার করছেন, অথচ অতিরিক্ত ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।”

অন্যদিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দুদক নিয়মিত তদারকি করছে এবং তারা সব ধরনের সহযোগিতা করছেন।

কলেজের বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ যাচাইয়ে দুদকের এ অভিযান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত