সিরাজগঞ্জ সরকারি কলেজে পরিবহন খাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে অফিস নথি পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন কাগজপত্র জব্দ করে।
কলেজ সূত্রে জানা যায়, পরিবহন খাত, শিক্ষার্থী কল্যাণ তহবিল, খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়সহ নানা খাতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে হায়েস গাড়ির নামে অর্থ আদায় করা হলেও কলেজে এমন কোনো গাড়ি নেই—এই বিষয়টি দুদকের নজরে আসে।
এছাড়া শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ, সরকারি বরাদ্দের অপব্যবহার এবং শিক্ষার্থী ফি নিয়ে অনিয়মের বিষয়েও অনুসন্ধান চালায় দুদক।
সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, “কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। পরিবহন খাতের লগবুক পর্যবেক্ষণ করে দেখা গেছে শিক্ষার্থীরা হাইস গাড়ি ব্যবহার না করলেও শুধু অধ্যক্ষ ও শিক্ষকরা ব্যবহার করছেন, অথচ অতিরিক্ত ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।”
অন্যদিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দুদক নিয়মিত তদারকি করছে এবং তারা সব ধরনের সহযোগিতা করছেন।
কলেজের বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ যাচাইয়ে দুদকের এ অভিযান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Tags: দুদক, সিরাজগঞ্জ সরকারি, সিরাজগঞ্জ সরকারি কলেজ