1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ এ চুক্তি সই ।
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ এ চুক্তি সই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ
80

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ এ চুক্তি সই: সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড (এসইজেডএল) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৩৩/১১ কেভি সাব-স্টেশন স্থাপনের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৩১ জুলাই ইকোনোমিক জোন অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক অবকাঠামো সুবিধা গঠনের অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জোরদার করাই ছিল এ চুক্তির লক্ষ্য। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলেও জানানো হয়।

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পক্ষে প্রধান কর্মকর্তা, (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) লেফটেন্যান্ট কর্নেল মোঃ শরিফুল ইসলাম, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সিনিয়র জেনারেল ম্যানেজার খঃ শামীম আলম এ চুক্তিতে সাক্ষর করেন।

চুক্তির আওতায় সাব-স্টেশন নির্মাণের জন্য ১.৩ একর জমি বরাদ্দ দিয়েছে ইকোনমিক জোন কর্তৃপক্ষ। এ সাব-স্টেশন নির্মাণের মাধ্যমে সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ অবকাঠামো আরও মজবুত হবে এবং ক্রমবর্ধমান শিল্প কার্যক্রমকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এই সহযোগিতা সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে একটি টেকসই ও পরিপূর্ণ শিল্পাঞ্চলে রূপান্তরের পথে আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি, শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা থেকে যমুনা সেতুমুখী মহাসড়কে গিয়ে সেতু পাড় হয়ে দক্ষিণে সদর উপজেলার খাসবড়শিমুল, পঞ্চসোনা, চকবয়রা এবং বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেরা খারুয়া এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ‘সিরাজগঞ্জ ইকোনোমিক জোন’। ১০৪২ একর জায়গায় গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তাদের দাবি, এটি বেসরকারি খাতে দেশের বৃহৎ ও গ্রিন ইকোনমিক জোন।

এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি। বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্যও। সব কলকারখানা চালু হলে এখানে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে প্লট বরাদ্দ চলছে। আর সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অনেক নামকরা কোম্পানি ইতিমধ্যে জমি বরাদ্দ পেয়েছে। এরমধ্যে রয়েছে— অ্যাপেক্স ফুটওয়্যার, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ডায়নামিক ড্রেজিং, নিট এশিয়া, এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রাতুল ফ্যাব্রিক, অ্যাকটিভ কম্পোজিট মিলস, রাইজিং হোল্ডিংস, রাইজিং স্পিনিং মিলস, মেরিনা প্রপার্টিজ, টেক্সট টাউন, স্কয়ার এক্সেসরিজ এবং স্কয়ার ইলেকট্রনিক্স।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!