সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জের একাদশ শ্রেণির (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এই রুটিনটি প্রকাশ করা হয়।
রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ক্লাস চলবে। বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আইসিটি, পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা সিডিউল করা হয়েছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি ক্লাস রুটিন কলেজের নোটিশ বোর্ড ও বিভাগীয় কক্ষগুলোতেও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এদিকে নতুন রুটিন প্রকাশের পর শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা এই রুটিনের অপেক্ষায় ছিলেন। এখন নিয়মিত ক্লাস শুরু হলে পড়াশোনার পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ মনে করছে, এই রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের মান আরও উন্নত হবে।
পুরো রুটিন এখানে-

Tags: সিরাজগঞ্জ সরকারি কলেজ