সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে ভোটারদের পরিচয়পত্র বিতরণের বিষয়ে জরুরি ঘোষণা দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হামিদ তানহা।
চেম্বার সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, চেম্বারের সকল গ্রুপের সম্মানিত সদস্য ও ভোটারদের নিজ নিজ পরিচয়পত্র চেম্বার ভবনের অফিস থেকে সংগ্রহ করতে হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি প্রচারের বিশেষ অনুরোধ জানান।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সদস্যদের নিকট পরিচয়পত্র বিতরণ শুরু হবে।
নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সময়মতো পরিচয়পত্র সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Tags: নির্বাচন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স