সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর–কামারখন্দ (সিরাজগঞ্জ-২) আসনে প্রতিদ্বন্দ্বী সব এমপি প্রার্থীর অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, ৬৩ সিরাজগঞ্জ-২ আসনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিএনপির পক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও নিজ নিজ দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন এস এম আব্দুল্লাহ আল মামুন (বাসদ), মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ), মো. আনোয়ার হোসেন (সিপিবি), মো. মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মো. মোহেল রানা (জনতার দল)। অনুষ্ঠানে সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
56
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর–কামারখন্দ (সিরাজগঞ্জ-২) আসনে প্রতিদ্বন্দ্বী সব এমপি প্রার্থীর অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, ৬৩ সিরাজগঞ্জ-২ আসনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিএনপির পক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও নিজ নিজ দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন এস এম আব্দুল্লাহ আল মামুন (বাসদ), মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ), মো. আনোয়ার হোসেন (সিপিবি), মো. মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মো. মোহেল রানা (জনতার দল)।
অনুষ্ঠানে সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।