সিরাজগঞ্জের যমুনা নদীর একটি বালুর ড্রেজার থেকে গণঅধিকার পরিষদের নেতা ও বালু ব্যবসায়ী হাফিজুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
নিহত হাফিজুল ইসলাম এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম গত এক বছর ধরে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যবসায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের কয়েকজন নেতার সঙ্গে তার অংশীদারিত্ব ছিল।
ড্রেজার শ্রমিক ও স্থানীয়রা জানান, জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর ও আড়কান্দি এলাকার যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে কয়েকটি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কাজ চলছিল। রোববার (২১ ডিসেম্বর) রাতে হাফিজুল ইসলাম তার ব্যবসায়িক পার্টনার ও ড্রেজারের শ্রমিকদের নিয়ে সেখানে ভুড়িভোজ ও আমোদ আয়োজন করেন। গভীর রাতে অনুষ্ঠান শেষে সবাই ড্রেজারেই ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে স্থানীয়রা ড্রেজারের ভেতরে হাফিজুল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags: বালু ব্যবসায়ী, লাশ উদ্ধার, শাহজাদপুর