1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
ভোট দিলে 'জান্নাত পাবে' অপপ্রচারে সতর্ক করলেন রুমানা মাহমুদ
নতুন সংবাদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক
                   
                       

ভোট দিলে ‘জান্নাত পাবে’ অপপ্রচারে সতর্ক করলেন রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
135

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির আলোচনা সভা ও মহিলা সমাবেশে দলটির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ভোটের বিনিময়ে ভুয়া ধর্মীয় প্রলোভন দেখাচ্ছে। কেউ জান্নাতের কথা বলে ভোট চাইছে, কেউ আবার টাকার বিনিময়ে শপথ করাচ্ছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডের চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসাইন বাবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, জান্নাত কে পাবে, তা একমাত্র মহান আল্লাহ তায়ালাই জানেন। এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি ও অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, ‘জান্নাতের টিকিট বিক্রি বন্ধ করতে হবে। গ্রামের মায়েরা, বোনেরা ও তরুণীরা যদি সচেতন হয়, তাহলে কোনো অশুভ শক্তি মানুষের ঈমানি অনুভূতিকে ব্যবহার করে প্রতারণা করতে পারবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি নিয়ে আলোচনা করতে গিয়ে রুমানা মাহমুদ বলেন, পরিবারভিত্তিক কার্ডে নারীর নাম অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত একটি কৌশলগত উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন বাড়াবে এবং রাজনৈতিক চাপে পুরুষের অপব্যবহার কমাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।

আলোচনা সভা ও মহিলা সমাবেশে ৭নং ওয়ার্ডের হাজারো নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!