সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পদ্মপুকুরকে পুরনো রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে হিউম্যানিটি সিরাজগঞ্জ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ক্রিয়েটিভ স্কুলের সহযোগিতায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় তিনি বলেন, একসময় এই পুকুরে প্রচুর পদ্মফুল ফুটতো, যা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন। বর্তমানে অবহেলা ও পরিচ্ছন্নতার অভাবে পুকুরটির বেহাল দশা হয়েছে। তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে ছেলে-মেয়েদের সাঁতার শেখানোর জন্য পদ্মপুকুর ব্যবহারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিউম্যানিটি অফ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মুনতাসির মেহেদী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, কৌশুলী রফিক সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, তৎকালীন জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা ২০১৮ সালে পুকুরটি পরিষ্কার করে সৌন্দর্য বর্ধন করেন এবং শত শত পদ্মগাছ রোপণ করেন। এরপর থেকেই এর নাম হয় পদ্মপুকুর, যা একসময় শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে অবহেলা ও আবর্জনায় এটি আবারও নোংরা হয়ে পড়ে।
Tags: পদ্মপুকুর, সাইদুর রহমান বাচ্চু