জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এতে প্রধান সমন্বয়কারীসহ গুরুত্বপূর্ণ পদে বিএনপির সাবেক নেতারা স্থান পেয়েছেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতা পদ পেয়েছেন। কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. ইউনুস শিকদার, যিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। প্রথম যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মাহফুজা খানম, তিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া সদস্য পদে রয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহসভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান এবং বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল। একই কমিটিতে এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্যসচিব হাফিজুল সিকদার, সুমন সরকার, চিকিৎসক আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের নেতা আনছার আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা রিফাত সরকার এবং ইয়াকুব আলী শেখও পদ পেয়েছেন। নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে কমিটির ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী বেলাল হোসেন সবুজ পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, “অনুমতি না নিয়েই কমিটিতে আমাকে পদ দেওয়া হয়েছিল। এই কমিটিতে থাকার কোনো ইচ্ছা না থাকায় এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।”
30
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এতে প্রধান সমন্বয়কারীসহ গুরুত্বপূর্ণ পদে বিএনপির সাবেক নেতারা স্থান পেয়েছেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতা পদ পেয়েছেন।
কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. ইউনুস শিকদার, যিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। প্রথম যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মাহফুজা খানম, তিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এ ছাড়া সদস্য পদে রয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহসভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান এবং বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল।
একই কমিটিতে এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্যসচিব হাফিজুল সিকদার, সুমন সরকার, চিকিৎসক আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের নেতা আনছার আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা রিফাত সরকার এবং ইয়াকুব আলী শেখও পদ পেয়েছেন।
নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে কমিটির ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী বেলাল হোসেন সবুজ পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, “অনুমতি না নিয়েই কমিটিতে আমাকে পদ দেওয়া হয়েছিল। এই কমিটিতে থাকার কোনো ইচ্ছা না থাকায় এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।”