সিরাজগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও প্রবাসী এলায়েন্সের প্রধান সমন্বয়ক দিলসানা পারুল। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) মঞ্জুর কাদের। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ। তবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) এবং সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।
70
সিরাজগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও প্রবাসী এলায়েন্সের প্রধান সমন্বয়ক দিলসানা পারুল।