সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনাগাতি এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘মেরিনার্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক’। স্থানীয়ভাবে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের মাধ্যমে প্রায় ৩০০ জন মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শিল্পপার্কের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামিম আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আব্দুল মালেক, সলঙ্গা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা।
‘মেরিনার্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ প্রাথমিকভাবে মুড়ি, আটা, বিস্কুটসহ বিভিন্ন শিশু খাদ্য স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সুদ ও ঋণমুক্ত ব্যবসার ঘোষণা দিয়ে স্বচ্ছ ও মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে উদযাপন করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামিম আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য শুধু লাভ নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করা। স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনের পাশাপাশি আমরা সুদমুক্ত ও স্বচ্ছ ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পার্কে স্থানীয় অনেক নিম্নবিত্ত মানুষ কাজের সুযোগ পাবেন।”
এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশাবাদ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
Tags: মেরিনার্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক