সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি। শোকবার্তাটি প্রেরণ করেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম। এক শোকবার্তায় সমিতির সভাপতি কাওসার আজম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক প্রভাবশালী, দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।
288
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি।
শোকবার্তাটি প্রেরণ করেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম।
এক শোকবার্তায় সমিতির সভাপতি কাওসার আজম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক প্রভাবশালী, দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তারা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।