বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা শহরে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তার কারামুক্তি শুধু একজন নেত্রীর মুক্তি নয়, বরং এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক।
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tags: খালেদা জিয়া, সাইদুর রহমান বাচ্চু