জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গান, আবৃত্তি, গ্রাফিতি অঙ্কন এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং সহকারী কমিশনারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকমণ্ডলী, অভিভাবক, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
Tags: জুলাই গণঅভ্যুত্থান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক