সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষা দিবস পালিত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষা দিবস পালিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শিক্ষা দিবস পালন করেছে। বুধবার সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান সরকারের শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রসমাজ আন্দোলনে নামে। সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, বাবুল, জহির, আজিজ, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই থেকে দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগামী প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
64
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শিক্ষা দিবস পালন করেছে। বুধবার সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান সরকারের শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রসমাজ আন্দোলনে নামে। সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, বাবুল, জহির, আজিজ, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই থেকে দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগামী প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।