সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় এক আনসার সদস্যের সরকারি শটগান যমুনা নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় তিন দিন ধরে উদ্ধার অভিযান চালানো হলেও এখনো অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়নি।
বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারাদেশে মা ইলিশ সংরক্ষণে অভিযান চলছে ৪ সেপ্টেম্বর থেকে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে চৌহালীর উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনায় ইলিশ রক্ষা অভিযানে পরিচালনা করে প্রশাসন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের হাতে থাকা শটগানটি দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যায়।
অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযান চলাকালে হঠাৎ স্পিডবোটটি উল্টে যায়। তীব্র স্রোতের কারণে স্পিডবোটে থাকা সবাই পানিতে পড়ে যান। পরে পাশের আরেকটি নৌকার সহায়তায় সবাই নিরাপদে উদ্ধার হলেও আনসার সদস্য তাবিউরের শটগানটি নদীতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, অস্ত্রটি উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনে নৌবাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। কিন্তু নদীতে তীব্র স্রোত ও অতিরিক্ত গভীরতার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। এখনো অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শটগান উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
Tags: ইলিশ রক্ষা অভিযান, যমুনা নদী