রাজধানীতে উত্তরবঙ্গের যমুনা নদী তীরবর্তী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘যমুনা ক্লাব’।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার উত্তরায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ক্লাবের মুখ্য সমন্বয়ক আশরাফুল আলিমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির এমপি প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি যমুনা ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাইদুর রহমান বাচ্চু ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন বগুড়া জেলা বিএনপির সদস্য এবং বগুড়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে বিশেষ সংবর্ধনাও প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন, যমুনা ক্লাব ভবিষ্যতে উত্তরবঙ্গের মানুষের জন্য একটি কার্যকর সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সামাজিক সংযোগ, সাংস্কৃতিক চর্চা এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজধানীতে বসবাসরত উত্তরবঙ্গের মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করাই ক্লাবটির মূল লক্ষ্য। এ সময় তাঁরা আগ্রহীদের যমুনা ক্লাব লিমিটেডের সদস্য হওয়ার আহ্বান জানান।

Tags: যমুনা ক্লাব, সাইদুর রহমান বাচ্চু