1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
নতুন সংবাদ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত ড্যাব সিরাজগঞ্জ শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
                   
                       

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
52

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবির সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পৌর শহরের মুক্তির সোপান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এস এস রোড ও মুজিব সড়ক চৌরাস্তা প্রদক্ষিণ করে দরগাঁ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে বাজার স্টেশনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা, যার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহীনুর আলম বলেন, “জুলাই সনদ জনগণের মুক্তির ম্যানিফেস্টো। এর বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব।” তিনি চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জনগণের অভিমত গ্রহণের দাবি জানান।

তিনি আরও বলেন, যারা জামায়াত নিষিদ্ধ করার স্বপ্ন দেখছে তারা “স্বৈরাচারের পথেই হাঁটছে” এবং এই স্বপ্ন কখনো পূরণ হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উসকানিতে আমরা কখনোই পরোয়া করিনি, হাসিনার আমলেও করিনি, এখনো করব না।”

অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রতিটি ভোটের সমান মূল্য নিশ্চিত করা, ক্ষমতার উৎস জনগণকে প্রতিষ্ঠা করা এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের উপর জোর দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, শহর শাখা আমীর মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা শাখার এ্যাডভোকেট মোঃ নাজিম উদ্দিন ও সেক্রেটারি মোঃ মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা সভাপতি এস এম শামীম রেজা। এছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দলটির ঘোষিত ৫ দফা দাবি হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
৪. পূর্ববর্তী সরকারের “জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার” দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের সহযোগী বলে অভিহিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি সকাল ১১টা ২০ মিনিটে শেষ হয় বলে আয়োজকরা জানান।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত