1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
দেশে আইফোন ১৭ বিক্রি শুরু, কেনার আগে যা জানা জরুরি
নতুন সংবাদ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিতর্ক, ৫০ জনের পদত্যাগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত ড্যাব সিরাজগঞ্জ শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত সিরাজগঞ্জের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
                   
                       

দেশে আইফোন ১৭ বিক্রি শুরু, কেনার আগে যা জানা জরুরি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
123

বাংলাদেশের বাজারে এসেছে আইফোন ১৭, বিক্রি শুরুও হয়েছে পুরোদমে। নতুন এই প্রিমিয়াম স্মার্টফোন ঘিরে ক্রেতাদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি দাম ও বিক্রয়োত্তর সেবা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, কেনার আগে কয়েকটি বিষয়ে সচেতন হওয়া জরুরি।

দাম

বর্তমানে ২৫৬ জিবি মডেলের দাম প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে ঘুরছে। প্রো মডেলের দাম প্রায় ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং প্রো ম্যাক্স মডেলের দাম ২ লাখ টাকারও বেশি। বাজারে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

* ডিসপ্লে: ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (প্রো মডেলে ৬.৭ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে)
* প্রসেসর: নতুন A19 বায়োনিক চিপ
* ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, উন্নত নাইট মোড ও ৮কে ভিডিও রেকর্ডিং সুবিধা
* ব্যাটারি: দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং সুবিধা
* অপারেটিং সিস্টেম: আইওএস ১৮

কেনার আগে যা খেয়াল রাখবেন

প্রথমত, অফিশিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করা জরুরি। গ্রে মার্কেট থেকে আনা ফোনে ওয়ারেন্টি না থাকলে সফটওয়্যার আপডেট বা রিপেয়ারিং সাপোর্টে সমস্যা হতে পারে। তাই অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা রিসেলার থেকে কেনাই উত্তম।

দ্বিতীয়ত, নকল ও রিফার্বিশড সেটের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এজন্য মডেল নম্বর, সিরিয়াল নাম্বার ও আইএমইআই যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তৃতীয়ত, বিক্রয়োত্তর সেবা ও পার্টসের প্রাপ্যতা যাচাই করা দরকার। অফিসিয়াল সার্ভিস সেন্টার বা নির্ভরযোগ্য বিক্রেতা থেকে কেনা নিরাপদ।

এছাড়া নেটওয়ার্ক ব্যান্ড সমর্থন, ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা, বাজারে দামের ওঠানামা এবং দোকানভেদে অফার–ছাড় সম্পর্কেও খোঁজ নেওয়া দরকার।

সবশেষে, বিশেষজ্ঞরা বলছেন, নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী মডেল বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব ব্যবহারকারীর জন্য প্রো বা প্রো ম্যাক্স মডেল অপরিহার্য নয়। স্টোরেজ, ক্যামেরা ও ব্যাটারির চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিলেই সঠিক কেনাকাটা হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত