পড়াশোনা, চাকরি, ব্যবসা—সবকিছুতেই ইন্টারনেট না থাকলে চলেই না। নেট ধীর গতির হলে বিরক্তি তৈরি হয়, কাজেও ব্যাঘাত ঘটে। খেয়াল রাখা দরকার ইন্টারনেটের গতি অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন- নেটওয়ার্ক কাভারেজ, ডিভাইস, সঠিক সেটিংস ইত্যাদি।
বুঝেশুনে কিছু কৌশল মেনে চললে নেটের স্পিড বাড়ানো সম্ভব। আসুন দেখা যাক কিছু কার্যকরি টিপস-
১. রাউটার বা মোবাইল সঠিক জায়গায় রাখুন
যারা ওয়াই-ফাই ব্যবহার করেন, রাউটার সবসময় ঘরের মাঝামাঝি জায়গায় রাখুন। মোবাইল সিগন্যালের ক্ষেত্রেও খোলা জায়গা বা জানালার পাশে ব্যবহার করলে স্পিড ভালো পাওয়া যায়।
২. নিয়মিত রিস্টার্ট করুন
মোবাইল বা রাউটার অনেকক্ষণ চালু থাকলে ক্যাশ জমে নেট ধীর হয়ে যায়। তাই মাঝে মাঝে রিস্টার্ট করলে গতি বেড়ে যায়।

৩. অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড ডাটা নিয়ন্ত্রণ করুন
অনেক সময় ফেসবুক, ইউটিউব বা গেমস ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করে। মোবাইলের সেটিংসে গিয়ে Background Data Restriction চালু করে দিন। এতে অপ্রয়োজনীয় অ্যাপ নেটের স্পিড খাবে না।
৪. ব্রাউজারের ক্যাশ মুছে ফেলুন
যারা ব্রাউজার দিয়ে বেশি কাজ করেন, তারা নিয়মিত cache ও cookies clear করুন। এতে ব্রাউজিং স্পিড বেড়ে যায়। কম্পিউটার Ctrl কি বাটন চেপে ধরে F5 বাটন চাপলে সহজেই cache ক্লিয়ার হয় মোটামুটি সব ব্রাউজারে।
৫. সঠিক নেটওয়ার্ক মোড বেছে নিন
মোবাইল সেটিংসে গিয়ে সবসময় 4G/LTE Preferred মোড চালু রাখুন। যেখানে 5G সাপোর্ট করে, সেখানে 5G ব্যবহার করুন। আপনার নেটওয়ার্ক স্পিড কাভারেজ কম থাকলেও এই সেটিং অন থাকলে সর্বোচ্চ স্পিড পাবেন।

৬. অ্যান্টিভাইরাস ব্যবহার করুন
মোবাইলে ভাইরাস থাকলেও ইন্টারনেট ধীর হতে পারে। তাই হালকা কিন্তু কার্যকর অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। অবশ্যই নামকরা কোম্পানির, কোনো ফ্রি সার্ভিস নয়।
৭. অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন
একই ওয়াই-ফাইতে বেশি ডিভাইস যুক্ত থাকলে গতি কমে যায়। অপ্রয়োজনীয় ডিভাইস সরিয়ে ফেললে স্পিড বাড়বে।
৮. ভালো ডাটা প্যাকেজ ও প্রোভাইডার বেছে নিন
অনেক সময় আসল সমস্যা থাকে সেবা দাতার। তাই নিজের এলাকায় যে কোম্পানির কাভারেজ ভালো, সেই সিম বা ব্রডব্যান্ড ব্যবহার করুন।
সতর্কতা
– ভুয়া “নেট স্পিড বুস্টার” অ্যাপ থেকে সাবধান থাকুন। এগুলো বেশিরভাগ সময় ক্ষতিকর ও হ্যাক হতে পারে মোবাইল/কম্পিউটার।
– নেট স্পিড সবসময় নির্ভর করবে আপনার এলাকার নেটওয়ার্ক কাভারেজের উপর, তাই প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন।
Tags: আইটি টিপস, ইন্টারনেট স্পিড