সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করা এবং তাদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি’র সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. ইকরামুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার আকরাম হোসেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন এবং আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান মিনু উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের আর্থিক পরিকল্পনা, সঞ্চয়ের গুরুত্ব এবং ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে তরুণরা নিজেদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারবে।
151
সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করা এবং তাদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি’র সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. ইকরামুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার আকরাম হোসেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন এবং আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান মিনু উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণদের আর্থিক পরিকল্পনা, সঞ্চয়ের গুরুত্ব এবং ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে তরুণরা নিজেদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারবে।