বাংলাদেশের তরুণ প্রজন্ম শিক্ষা ও কাজের খোঁজে বিদেশে যেতে আগ্রহী, এজন্যে নানাভাবে তাদেরকে টার্গেট করছে মানব পাচারকারী চক্র। এই দুবৃর্ত্তরাই মানুষের সরলতার সুযোগ নিয়ে অসহায় ও দরিদ্র নারী-শিশুদের পাচার করছে বলে মন্তব্য করেছেন কর্মসংস্থান ও জনশক্তি বিষয়ক বক্তারা।
বুধবার (৩০ জুলাই) সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combating Human Trafficking through Strengthening 4Ps project-এর উদ্যোগে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান বলেন, ‘মানব পাচার রোধ করতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং আমাদের আশে-পাশে যারা মানব পাচারের ঝুঁকির মধ্যে আছে তাদেরকে সচেতন করতে হবে।’
তিনি আরো বলেন,সিরাজগঞ্জে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে সবাইকে ধারণা দেওয়ার পাশাপাশি মানব পাচারের সার্ভাইভারদের সমাজে ঘুরে দাঁড়াতে সহায়তার করার মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইউডিপি) রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক দীপক কুমার সরকার।
বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিরাজগঞ্জ এমআরএসসির সাইকোসোশ্যাল কাউন্সেলর ভিক্টর মন্ডল এবং সেক্টর স্পেশালিস্ট-ইকোনমিক রিইন্টিগ্রেশন (এসএসইআর) ফারিয়া মাকসুরা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবার।
এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও মানব পাচার সারভাইভার এবং তাদের পরিবারের সদস্যরা। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
Tags: ব্র্যাক