সিরাজগঞ্জে টানা কয়েকদিন ধরে থেমে থেমে সংঘর্ষ, অনেকে আহত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ পুলিশ থানা
সিরাজগঞ্জে টানা কয়েকদিন ধরে থেমে থেমে সংঘর্ষ, অনেকে আহত
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে আটাপাড়া মহল্লার আহতরা স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে— আব্দুল মমিন (১৭), রাব্বি (১৭), অপু (৩৪), হাসান (১৮), আব্দুল মজিদ (২১), ফয়সাল (৩০), সজীব (২৫), আনন্দ (১৭), আলমাস (২৫) ও জীবন (১৬)। তাঁরা সবাই হোসেনপুর বাগানবাড়ি এলাকার বাসিন্দা। বাকি আহতদের নাম এখনও জানা যায়নি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই মহল্লার মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জুবাইদা হুয়াইন জানান, “কয়েক দিন ধরেই তো মারামারি হচ্ছে। কিছুক্ষণ আগেও মারামারির বিষয় নিয়ে তিনবার কল এসেছিল। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”
62
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে আটাপাড়া মহল্লার আহতরা স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে— আব্দুল মমিন (১৭), রাব্বি (১৭), অপু (৩৪), হাসান (১৮), আব্দুল মজিদ (২১), ফয়সাল (৩০), সজীব (২৫), আনন্দ (১৭), আলমাস (২৫) ও জীবন (১৬)। তাঁরা সবাই হোসেনপুর বাগানবাড়ি এলাকার বাসিন্দা। বাকি আহতদের নাম এখনও জানা যায়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই মহল্লার মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জুবাইদা হুয়াইন জানান, “কয়েক দিন ধরেই তো মারামারি হচ্ছে। কিছুক্ষণ আগেও মারামারির বিষয় নিয়ে তিনবার কল এসেছিল। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”