1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
শহীদ হাদির জন্য সিরাজগঞ্জের মসজিদে মসজিদে দোয়া
নতুন সংবাদ
                   
                       

শহীদ হাদির জন্য সিরাজগঞ্জের মসজিদে মসজিদে দোয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
41

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মোনাজাতকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেন এই দেশের এক সাহসী বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে তিনি ছিলেন প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অনন্য আদর্শ। তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন শহিদ ওসমান হাদির আত্মাকে মাগফিরাত দান করেন এবং তাঁর শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

মোনাজাতের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত