তারুণ্যের উৎসব জাতীয় ফুটবলে ময়মনসিংহের সঙ্গে সিরাজগঞ্জের ড্র
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
তারুণ্যের উৎসব জাতীয় ফুটবলে ময়মনসিংহের সঙ্গে সিরাজগঞ্জের ড্র
তারুণ্যের উৎসব উপলক্ষে 'জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫' এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ময়মনসিংহ জেলার সঙ্গে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল ২-২ গোলে ড্র করেছে। শনিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে উভয় দলই শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে। প্রচণ্ড বৃষ্টির কারণে স্বাভাবিক খেলা কঠিন ছিল শুরু থেকেই। তারপরেও একে অপরের জালে দুইবার বল জড়িয়ে সমতায় এসে ফাইনাল স্কোরলাইন ২-২ তে ড্র হয়। সিরাজগঞ্জের পক্ষে গোল করেন হাসান ও মাহিন। খেলার পুরো সময়জুড়ে দর্শকদের উপস্থিতি তেমন একটা ছিল না স্টেডিয়ামে। সিরাজগঞ্জ দল দুইবার গোলে পিছিয়ে থেকেও ড্রয়ে দলের পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়। ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে সিরাজগঞ্জ দলের পরবর্তী রাউন্ডে উত্তরণের সম্ভাবনা।
116
তারুণ্যের উৎসব উপলক্ষে ‘জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫’ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ময়মনসিংহ জেলার সঙ্গে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল ২-২ গোলে ড্র করেছে।
শনিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে উভয় দলই শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে। প্রচণ্ড বৃষ্টির কারণে স্বাভাবিক খেলা কঠিন ছিল শুরু থেকেই। তারপরেও একে অপরের জালে দুইবার বল জড়িয়ে সমতায় এসে ফাইনাল স্কোরলাইন ২-২ তে ড্র হয়। সিরাজগঞ্জের পক্ষে গোল করেন হাসান ও মাহিন।
খেলার পুরো সময়জুড়ে দর্শকদের উপস্থিতি তেমন একটা ছিল না স্টেডিয়ামে। সিরাজগঞ্জ দল দুইবার গোলে পিছিয়ে থেকেও ড্রয়ে দলের পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়।
ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে সিরাজগঞ্জ দলের পরবর্তী রাউন্ডে উত্তরণের সম্ভাবনা।