সিরাজগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠন কৃষকদলের উদ্যোগে অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে ৩১’দফার লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ যমুনানদী পাড় ক্রসবাঁধ-৩ এর ১নং গেটের সামনে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রুসুম নেওয়াজ তুহিন, যুবদলের সভাপতি মোঃ বরাত, যুগ্ন আহ্বায়ক মোঃ হযরত আলী ও মোঃ আব্দুল হান্নান, থানা ও পৌর কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
96
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠন কৃষকদলের উদ্যোগে অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে ৩১’দফার লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ যমুনানদী পাড় ক্রসবাঁধ-৩ এর ১নং গেটের সামনে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রুসুম নেওয়াজ তুহিন, যুবদলের সভাপতি মোঃ বরাত, যুগ্ন আহ্বায়ক মোঃ হযরত আলী ও মোঃ আব্দুল হান্নান, থানা ও পৌর কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।