পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশ দূষণের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো- বেলকুচি উপজেলার তামাই এলাকার মহব্বত ডাইং, আনোয়ার বাংলাদেশ ডাইং ও নুর ইসলাম ডাইং কারখানা। বিষয়টি নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনা কারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, তিনটি কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক তুহিন আলম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তামাই জোনের সদস্য, বেলকুচি থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
90
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশ দূষণের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো- বেলকুচি উপজেলার তামাই এলাকার মহব্বত ডাইং, আনোয়ার বাংলাদেশ ডাইং ও নুর ইসলাম ডাইং কারখানা।
বিষয়টি নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনা কারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, তিনটি কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক তুহিন আলম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তামাই জোনের সদস্য, বেলকুচি থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।