আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানের পাশাপাশি সাধারণ জনগণকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয় এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আইন ও আচরণবিধি অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল ও সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Tags: নির্বাচন কমিশন, ভ্রাম্যমাণ আদালত