জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষদিনে সিরাজগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় নানা তথ্য ও উপাত্তে সমস্যা থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ ঘোষণা দেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সিপিবির প্রার্থী আব্দুল হাকিমের মনোনয়নপত্র দলীয় নেতার স্বাক্ষরে অসঙ্গতির কারণে বাতিল করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দলীয় নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই কারণে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির মনোনয়নবঞ্চিত তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী শফিকুল ইসলাম ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতির কারণে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে জেলায় ৩২ জন বৈধ প্রার্থী রয়েছেন।
Tags: নির্বাচন ২০২৬, মনোনয়নপত্র বাতিল