সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার উৎসব। দুর্গোৎসবকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানানো হবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, উপদেষ্টা এ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন ও কল্যাণ কুমার সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুণ, কালীবাড়ী গোবিন্দবাড়ী মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক ও সাধারণ সম্পাদক জনি সাহা, শহর কমিটির সাধারণ সম্পাদক রিংকু কুন্ডুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
155
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার উৎসব। দুর্গোৎসবকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানানো হবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, উপদেষ্টা এ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন ও কল্যাণ কুমার সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুণ, কালীবাড়ী গোবিন্দবাড়ী মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক ও সাধারণ সম্পাদক জনি সাহা, শহর কমিটির সাধারণ সম্পাদক রিংকু কুন্ডুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।