সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। এ বছর জেলার ৫২৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলার ভদ্রঘাট পালপাড়া ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ও শিশুরা একসঙ্গে খড়, কাঠ, সুতা, মাটি ও রঙের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিমাশিল্পীরা জানান, এ বছর প্রতিটি প্রতিমা ১২ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এখানকার প্রতিমা সরবরাহ করা হবে। ভদ্রঘাট পালপাড়ার প্রায় ১২টি বাড়িতে শতাধিক নারী-পুরুষ কাজ করছেন। প্রতিটি প্রতিমা তৈরি করতে প্রায় ১০ দিন সময় লাগে। শিল্পীরা জানান, পুরুষ শ্রমিকদের মজুরি প্রতিদিন ১ হাজার ২০০ টাকা এবং মহিলা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা। এ বছর প্রতিমার চাহিদা গত কয়েক বছরের তুলনায় বেশি। জেলা ব্রাহ্মণ কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব।
164
সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। এ বছর জেলার ৫২৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
জেলার ভদ্রঘাট পালপাড়া ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ও শিশুরা একসঙ্গে খড়, কাঠ, সুতা, মাটি ও রঙের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রতিমাশিল্পীরা জানান, এ বছর প্রতিটি প্রতিমা ১২ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এখানকার প্রতিমা সরবরাহ করা হবে। ভদ্রঘাট পালপাড়ার প্রায় ১২টি বাড়িতে শতাধিক নারী-পুরুষ কাজ করছেন। প্রতিটি প্রতিমা তৈরি করতে প্রায় ১০ দিন সময় লাগে।
শিল্পীরা জানান, পুরুষ শ্রমিকদের মজুরি প্রতিদিন ১ হাজার ২০০ টাকা এবং মহিলা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা। এ বছর প্রতিমার চাহিদা গত কয়েক বছরের তুলনায় বেশি।
জেলা ব্রাহ্মণ কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব।