সিরাজগঞ্জে দুর্নীতির অভিযোগ শুনতে দুদকের গণশুনানি ২৪ আগস্ট
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
দুদকের গণশুনানি
সিরাজগঞ্জে দুর্নীতির অভিযোগ শুনতে দুদকের গণশুনানি ২৪ আগস্ট
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিরাজগঞ্জের জনগণের অভিযোগ সরাসরি শুনতে ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার-হয়রানির বিষয়ে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জে গণশুনানির আয়োজন করেছে। আগামী ২৪ আগস্ট রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিজানুর রহমান আলী আকবর আজিজী। গণশুনানিতে অংশ নিতে আগ্রহী নাগরিকদের ২০ আগস্টের মধ্যে অভিযোগ জমা দিতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ সরাসরি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে বা ইমেইলে dd.ido.pabna@acc.org.bd পাঠানো যাবে। ২০ আগস্ট পর্যন্ত শহরের তিনটি স্থানে সরাসরি লিখিত অভিযোগ গ্রহণ করা হচ্ছে। ১. জর্জ কোর্ট চত্বর ২. বাজার স্টেশন কড়িতলা ৩. ইসলামিয়া কলেজ সংলগ্ন। আর শুধু মাত্র ৫টি বিষয়ে অভিযোগ নেয়া হবে। ১. ঘুষ ২. ক্ষমতার অপব্যবহার ৩. সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত ৪. অবৈধ সম্পদ অর্জন এবং ৫. অর্থ পাচার। তথ্য জানাতে যোগাযোগ: ল্যান্ডলাইন ০২৫৫৮৬৮৪১৯, মোবাইল ০১৭১১-৮৮০৮০৮ ও ০১৭১১-৮৮০৮০৯। দুদক জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই গণশুনানি আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জবাসীকে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে।
76
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিরাজগঞ্জের জনগণের অভিযোগ সরাসরি শুনতে ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার-হয়রানির বিষয়ে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জে গণশুনানির আয়োজন করেছে।
আগামী ২৪ আগস্ট রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিজানুর রহমান আলী আকবর আজিজী।
গণশুনানিতে অংশ নিতে আগ্রহী নাগরিকদের ২০ আগস্টের মধ্যে অভিযোগ জমা দিতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ সরাসরি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে বা ইমেইলে dd.ido.pabna@acc.org.bd পাঠানো যাবে।
২০ আগস্ট পর্যন্ত শহরের তিনটি স্থানে সরাসরি লিখিত অভিযোগ গ্রহণ করা হচ্ছে। ১. জর্জ কোর্ট চত্বর ২. বাজার স্টেশন কড়িতলা ৩. ইসলামিয়া কলেজ সংলগ্ন।
আর শুধু মাত্র ৫টি বিষয়ে অভিযোগ নেয়া হবে। ১. ঘুষ ২. ক্ষমতার অপব্যবহার ৩. সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত ৪. অবৈধ সম্পদ অর্জন এবং ৫. অর্থ পাচার।
তথ্য জানাতে যোগাযোগ: ল্যান্ডলাইন ০২৫৫৮৬৮৪১৯, মোবাইল ০১৭১১-৮৮০৮০৮ ও ০১৭১১-৮৮০৮০৯।
দুদক জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই গণশুনানি আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জবাসীকে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে।