1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
নতুন সংবাদ
নানা আয়োজনে মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উদযাপন তাড়াশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি নির্বাচন ও গণভোট উপলক্ষে তাড়াশে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত জামায়াত সরকার গঠন করলে সিরাজগঞ্জ থেকে মন্ত্রী বানানোর ঘোষণা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে আগ্রহ নেই সিরাজগঞ্জের কারাবন্দীদের সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা
                   
                       

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
141

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা থেকে যমুনা নদীর তীরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
টুকু দুর্গাপূজা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অন্যরা।

শহরের বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাদ্য বাজিয়ে প্রতিমার শোভাযাত্রা যমুনা নদীর তীরে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের সময় ছিল এক আবেগঘন পরিবেশ। পরে নৌকাযোগে প্রতিমাগুলো নদীর মাঝখানে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের মুহূর্তে ভক্তদের কারও চোখে জল, কারও ঠোঁটে দেবীর বন্দনা শোনা যায়। কেউবা নদীর পানি ছিটিয়ে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করছিলেন।

ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা কৈলাস ছেড়ে কন্যারূপে পিতৃগৃহে আসেন এবং পক্ষকাল পর ফিরে যান স্বামীগৃহে। এই সময়ে ভক্তরা পূজা, প্রার্থনা ও উৎসবে মেতে ওঠেন। বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হলেও অন্তরে থেকে যায় তার পুনরাগমনের প্রতীক্ষা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!