সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
৩ জানুয়ারি দিনব্যাপী এই বাছাই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইভেন্টে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়, যারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবেন।
বাছাই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো. আমিনুল ইসলাম। তিনি পায়রা অবমুক্তকরণ, মশাল প্রজ্জ্বলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতেই এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নির্বাচিত প্রতিযোগীদের বিভাগীয় পর্যায়ে ভালো ফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাছাই প্রতিযোগিতায় নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে দ্রুতই বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা