আসন্ন মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে সিরাজগঞ্জ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ দখলমুক্ত রাখার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
শনিবার (১৩ ডিসেম্বর) তিনি শহরের পৌর মুক্তমঞ্চ, মুক্তির সোপান ও বিজয় সৌধ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে তিনি বলেন, মহান বিজয় দিবস জাতির গৌরবের দিন। এই দিবসকে মর্যাদাপূর্ণভাবে উদযাপনের জন্য শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অবৈধ দখল বা অব্যবস্থাপনা যেন বিজয় দিবস উদযাপনে বাধা না সৃষ্টি করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও স্মৃতিস্তম্ভ ঘিরে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলবে।
Tags: বিজয় দিবস, সিরাজগঞ্জ জেলা প্রশাসক