নির্ধারিত তারিখে হচ্ছে না ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনাল
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ডিসি গোল্ডকাপ সিরাজগঞ্জ
নির্ধারিত তারিখে হচ্ছে না ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনাল
সিরাজগঞ্জে চলমান ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ সেপ্টেম্বর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ খান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন তারিখ পরে জানানো হবে। ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ ও উল্লাপাড়া উপজেলা একাদশের। উল্লাপাড়া উপজেলা দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এর আগে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলে তাড়াশ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। স্থগিতের কারণে ফুটবলপ্রেমীরা কিছুটা হতাশ হলেও সবাই নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে বিগত ম্যাচগুলোতে।
241
সিরাজগঞ্জে চলমান ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ সেপ্টেম্বর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
টুর্নামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ খান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন তারিখ পরে জানানো হবে।
ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ ও উল্লাপাড়া উপজেলা একাদশের। উল্লাপাড়া উপজেলা দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলে তাড়াশ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।
স্থগিতের কারণে ফুটবলপ্রেমীরা কিছুটা হতাশ হলেও সবাই নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে বিগত ম্যাচগুলোতে।