সিরাজগঞ্জে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানটি ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ শামসুদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা, প্রাক্তন খেলোয়াড় ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক হিসেবে কর্মকালীন সময়ে সংস্থার কার্যক্রম ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আলোকপাত করে সংস্থার সদস্যরা স্মৃতিচারণ করেন।
সবাই জেলা প্রশাসক নজরুল ইসলামের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। বদলি হয়ে তিনি গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতরা জেলা প্রশাসকের মানবিক নেতৃত্ব ও খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।
Tags: সিরাজগঞ্জ জেলা প্রশাসক