1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে সিরাজগঞ্জে সামান্য বৃষ্টির সম্ভাবনা
                   
                       

ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে সিরাজগঞ্জে সামান্য বৃষ্টির সম্ভাবনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
88

ঘূর্ণিঝড় ডিটওয়াহ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে তৈরি হওয়া ঘন মেঘমালা উত্তর-পূর্ব দিকে ধাবিত হওয়ায় সোমবার সকাল থেকেই দেশের আকাশ মেঘাচ্ছন্ন। এই পরিস্থিতির প্রভাব সিরাজগঞ্জেও পড়ছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার আবহাওয়া চিত্র বিশ্লেষণে দেখা গেছে, নিম্নচাপজনিত মেঘের কারণে সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় গুঁড়ি–গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি বা ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা বজায় থাকবে।

রাজশাহী বিভাগের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো—রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ।

জাপানের কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, নিম্নচাপটি বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব না ফেললেও এর সৃষ্ট বিস্তৃত মেঘ বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ছে। ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষকরা জানিয়েছেন, সিরাজগঞ্জবাসীদের তেমন কোনো দুর্যোগের শঙ্কা নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীত অনুভূতি বাড়তে পারে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!