1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
ভরা বর্ষায় দারুণ সুন্দর চলনবিল
নতুন সংবাদ
সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বৈধ আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু চৌহালীতে বন্যা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এম হাফিজউদ্দিন খানের ইন্তেকালে সিসাসের গভীর শোক সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই শাহজাদপুর আসনে জামায়াত জোটের দুই দল মুখোমুখি সিরাজগঞ্জ-২: একই মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা
                   
                       

ভরা বর্ষায় দারুণ সুন্দর চলনবিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
228

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণপ্রাচুর্যে ভরা এক অনন্য জলভূমি ‘চলনবিল’। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত এই বিল ভরা বর্ষায় হয়ে ওঠে জল-থইথই এক স্বপ্নলোক। বিস্তৃত নীল জলরাশির বুকে ভেসে চলা নৌকায় যেন খুঁজে পাওয়া যায় বাংলার হারানো গ্রাম্য সৌন্দর্য।

ইতিহাস ও বিস্তৃতি

চারশত বছর আগে চলনবিলের আয়তন রাজশাহী, পাবনা ও বগুড়ার বিশাল অংশজুড়ে বিস্তৃত ছিল। একসময় এ বিলের জলময় অংশের আয়তন ছিল ৫০০ বর্গমাইলেরও বেশি। বর্তমানে নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম; পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া; সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা এবং উল্লাপাড়ার দক্ষিণ-পশ্চিমাংশ মিলিয়ে প্রায় ১,৬০০টি গ্রামে ছড়িয়ে আছে চলনবিল।
চলনবিল
ঐতিহাসিক দলিল থেকে জানা যায়, কখনো ৫৫০ বর্গমাইল, কখনো আবার ৮০০ বর্গমাইল আয়তনের বর্ণনা পাওয়া গেছে এ বিলের। তবে এ নিয়ে বিতর্ক থাকলেও চলনবিলের প্রভাব ও গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই।

প্রকৃতি ও জীববৈচিত্র্য

চলনবিল শুধু একটি জলাভূমিই নয়, এটি জীববৈচিত্র্যের ভান্ডার। এখানে রয়েছে ৩৪ প্রজাতির সরীসৃপ ও ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। তবে নদী, খাল ও খাঁড়ি নাব্য হারানোয় স্থানীয় প্রায় ৫০ লাখ মানুষের জীবনযাত্রায় প্রতিনিয়ত প্রভাব পড়ছে।

চলনবিলের মাছ

চলনবিলের মাছ

চলনবিলে ভ্রমণের আনন্দ

বর্ষার অবারিত জলই চলনবিলকে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় করে তোলে। বিশাল জলরাশিতে নৌকাভ্রমণ, ডুবোজঙ্গল আর ভেসে থাকা গ্রামীণ জীবনের দৃশ্য ভ্রমণপিপাসুদের এক অন্য রকম অভিজ্ঞতা দেয়। এই সময়ে হাজারো মানুষ গ্রামীণ সৌন্দর্যের টানে ছুটে আসে এখানে।

চলনবিল

চলনবিল

কিভাবে যাবেন

* বাসযোগে সিরাজগঞ্জ, পাবনা বা নাটোরের সংযোগস্থলে এসে চলনবিলে যাওয়া সম্ভব।
* ঢাকা থেকে ট্রেনে চাটমোহর বা ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনে নেমে নৌকায় ঘোরা যায় চলনবিলে।
* স্থানীয় ভাড়ার নৌকা নিয়ে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে পুরো বিল ভ্রমণ করা যায়।

কেন যাবেন চলনবিলে?

চলনবিল

চলনবিল

বাংলাদেশে বর্ষাকালে ভ্রমণ তালিকায় চলনবিল একটি অপরিহার্য নাম। শুষ্ক মৌসুতে এখানে অবারিত ধানক্ষেত থাকলেও বর্ষায় দীর্ঘ জলরাশি এক অনন্য অভিজ্ঞতা।

* বিস্তৃত জলরাশি ও নৌকাভ্রমণের অভিজ্ঞতা
* গ্রামীণ সংস্কৃতি ও মানুষজনের আন্তরিকতা
* জীববৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব
* স্বল্প খরচে দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা

চলনবিল ভ্রমণ মানে প্রকৃতির সান্নিধ্যে ভেসে থাকা এক অনন্য অভিজ্ঞতা। তাই বর্ষায় দেশ ঘোরার পরিকল্পনায় শীর্ষ দশ দর্শনীয় স্থানের মধ্যে চলনবিলকে সহজেই রাখা যায়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!