সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদী ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় নৌকা বাইচ উৎসব। “পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫” আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা। উৎসবকে ঘিরে থাকবে বর্ণিল গ্রামীণ মেলা, যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে হস্তশিল্প, পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবারের স্টল, নাগরদোলা, লোকজ বিনোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে একটি বড় রেফ্রিজারেটর। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এবং নদী ও গ্রামীণ সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলবে। উৎসবের সার্বিক পরিচালনায় থাকছে উত্তর বঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, সার্বিক ব্যবস্থাপনায় বিডি নৌকা বাইচ এবং আয়োজনে শোবিজ এন্টারটেইনমেন্ট।
161
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদী ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় নৌকা বাইচ উৎসব।
“পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫” আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে।
প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা। উৎসবকে ঘিরে থাকবে বর্ণিল গ্রামীণ মেলা, যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে হস্তশিল্প, পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবারের স্টল, নাগরদোলা, লোকজ বিনোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে একটি বড় রেফ্রিজারেটর। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি।
আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এবং নদী ও গ্রামীণ সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলবে।
উৎসবের সার্বিক পরিচালনায় থাকছে উত্তর বঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, সার্বিক ব্যবস্থাপনায় বিডি নৌকা বাইচ এবং আয়োজনে শোবিজ এন্টারটেইনমেন্ট।