বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সিরাজগঞ্জে প্রস্তুতি সভা, উপ-কমিটি গঠন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সিরাজগঞ্জে প্রস্তুতি সভা, উপ-কমিটি গঠন
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। বুধবার (২৭ আগস্ট) রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে জেলা বিএনপির আয়োজনে এ সভা বসে। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলভাবে উদযাপনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, ডা. আবদুল লতিফ, রকিবুল হাসান রতন, আবদুল কাদের, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহ্বায়ক এবং প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, মাজেদুল হক তালুকদার রতন, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন খান ও সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের বিজয়গাঁথায় ভরপুর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এর মধ্যে অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি ও অন্যান্য উপকমিটি গঠন করা হয়, যারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করবে। সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপর জোর দেন। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় উৎসব নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নবায়নের দিন হিসেবেও উদযাপিত হবে।
61
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য।
বুধবার (২৭ আগস্ট) রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে জেলা বিএনপির আয়োজনে এ সভা বসে।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলভাবে উদযাপনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, ডা. আবদুল লতিফ, রকিবুল হাসান রতন, আবদুল কাদের, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহ্বায়ক এবং প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, মাজেদুল হক তালুকদার রতন, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন খান ও সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের বিজয়গাঁথায় ভরপুর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এর মধ্যে অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি ও অন্যান্য উপকমিটি গঠন করা হয়, যারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপর জোর দেন। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় উৎসব নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নবায়নের দিন হিসেবেও উদযাপিত হবে।