1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন
নতুন সংবাদ
এনসিপি সিরাজগঞ্জ সমন্বয় কমিটিতে সাবেক বিএনপি নেতারা সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩ সিরাজগঞ্জে বিজয় দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে সিরাজগঞ্জে ‘প্রিমিয়াম মিট’ মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্টের উদ্বোধন এনডিপিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন ২৩ হাজার থেকে ৫৭ হাজার পাড়ায় পাড়ায় মারামারি রোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী জাহিদুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন
                   
                       

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
52

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একই সঙ্গে সিরাজগঞ্জ মুক্ত দিবস আমাদের সংগ্রাম ও বিজয়ের গৌরবোজ্জ্বল স্মারক।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্মান অক্ষুণ্ন রাখাই হোক আজকের দিনের অঙ্গীকার।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দিবসটি উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের কথা জানান।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত