শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একই সঙ্গে সিরাজগঞ্জ মুক্ত দিবস আমাদের সংগ্রাম ও বিজয়ের গৌরবোজ্জ্বল স্মারক।
তিনি আরও বলেন, শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্মান অক্ষুণ্ন রাখাই হোক আজকের দিনের অঙ্গীকার।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দিবসটি উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের কথা জানান।
Tags: বিএনপি, শহিদ বুদ্ধিজীবী, সিরাজগঞ্জ মুক্ত দিবস