সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের নিচে হামলার শিকার হয়েছেন জেলা সদর বিএনপির ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজন (৩০)। এই ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শহর বিএনপি ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে শহরের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে এই আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মো. সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম নেওয়াজ তুহিন ও আহসানুল কবির শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা দলের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারী ও ঐক্য নষ্টের হোতাদের চিহ্নিত ও বিচারের দাবি করেন। সুজনের উপরে হামলায় যারা সরাসরি ও হুকুমের আসামী, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারেরও দাবি করেন তারা। সুজনের শিশুপুত্র মানববন্ধনে আহত বাবার ছবি হাতে উপস্থিত হলে হ্নদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ ঘটনায় আহত সুজনের বড় ভাই আফতাব ১৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় মামলা (নং-২২) দায়ের করেছেন। পুলিশ ঘটনার পর লাবন ও তুষার নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, সাতজনকে নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। নাম উল্লেখিতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ওরফে ধুল্লা (৩৩), শাকিল (২২), তুষার (৩৮), লাবন (৩৫)সহ আরও কয়েকজন।
Tags: বিএনপি নেতার ওপর হামলা, মানববন্ধন