সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক দল যার ইতিহাসে কখনো নিজেদের মধ্যে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা ঘটেনি। দলটি সর্বদা শৃঙ্খলা, আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।’
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উল্লাপাড়ার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয়। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে তারা নিজেদের বড় দল হিসেবে দাবি করে। কিন্তু জুলাই বিপ্লবের পর নিজেদের মধ্যে সংঘর্ষে ১৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে—এটি তাদের সাংগঠনিক অস্থিরতার প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। দেশের শান্তিপ্রিয় জনগণ এবার জামায়াতে ইসলামীকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে ইনশাআল্লাহ। জনগণের রায় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, ভোট ডাকাতি যাতে না হয়, সেদিকে প্রত্যেক জামায়াত নেতা-কর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি এস. এম. খায়রুল বাশারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Tags: বিএনপি, মাওলানা রফিকুল ইসলাম খান