সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের প্লট হস্তান্তর শুরু হচ্ছে আজ। শুরুতে ৭২টি প্লট বরাদ্দ করা হয়েছে। পার্কে ৮২৯টি প্লটে অন্তত ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
৩০ জুলাই এ প্লট হস্তান্তর শুরু হয়েছে বলে বিসিক শিল্প পার্ক সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত প্লট বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের হাত থেকে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ পত্র গ্রহণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল কাদের শেখ।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল কাদের সেখ প্রমুখ।
সিরাজগঞ্জ জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে বিসিক শিল্প পার্কটির নির্মাণ কাজ শেষে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পরে এরইমধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা। শিল্প পার্কটি চালু হলে এই অঞ্চলে মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বেকারত্বও দূর হবে।
ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশের বিভিন্ন পত্রিকায় প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিক কর্তৃপক্ষ।
প্রকল্প সূত্রে জানাগেছে, লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পটি সিরাজগঞ্জ সদর উপজেলার ৭টি মৌজার প্রায় ৪’শ একর জমির ওপর নির্মাণ করেছে শিল্প মন্ত্রণালয়। পার্কে ৮২৯টি প্লটে অন্তত ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
২০১০ সালের আগস্টের শেষে একনেক সভায় সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়। পার্ক এলাকায় পুলিশ ফাঁড়ি, প্রশাসনিক জোন, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, আবাসিক কোয়ার্টার, রেস্টুরেন্ট ও মার্কেটের কাজ শেষ হয়েছে। শিল্পপার্কের সৌন্দর্য বাড়াতে সবুজ বৃত্তসহ একটি হ্রদ নির্মাণ হবে।
ইতিমধ্যে গত ৩১ ডিসেম্বর মাসে বিসিকের ৮১৯তম সভায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কটির ১৮০ একর জমি চায়না মালিকানাধীন সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানীর অনুকূলে বরাদ্দের প্রস্তাব অনুমোদন হয়েছে।
পার্কে তিন ধরনের ফ্যাসিলিটিজ রয়েছে। সড়ক পথ রয়েছে, রেলপথের সংযোগ রয়েছে, এছাড়াও নদী পথেরও একটা সংযোগ রয়েছে। এই তিনটি পরিবহনের দিকে একটা নতুন দিক পাবে বলে উদ্যোক্তারা এখানে আগ্রহ দেখাচ্ছে।
Tags: বিসিক শিল্প পার্ক