সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত বিশেষ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে ৪৮টি গরু এবং জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড ও অফিস সেড হস্তান্তর করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যারা অতীতে বিভ্রান্ত পথে গিয়েছিলেন, তাদের সমাজে ফিরিয়ে আনতে ও স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। এই প্রকল্প তাদের জীবনে নতুন অধ্যায় খুলে দেবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।

বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tags: আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক