সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আকবর হোসাইন জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি ঢাকার মিরপুরের মনিপুর এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আকবর হোসাইন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইন নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। অপরদিকে সোমবার সিরাজগঞ্জে আরও দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হন এবং চারজন আহত হন। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ–কাজীপুর সড়কের কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকায় সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী রাজমিস্ত্রি চাঁন মিয়া (৬৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোভ্যানের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই দিন বিকেলে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজার এলাকায় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফাতেমা আক্তার নিহত হন এবং চালক শামীম আহত হন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনাতেও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
44
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আকবর হোসাইন জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি ঢাকার মিরপুরের মনিপুর এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আকবর হোসাইন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইন নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে সোমবার সিরাজগঞ্জে আরও দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হন এবং চারজন আহত হন।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ–কাজীপুর সড়কের কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকায় সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী রাজমিস্ত্রি চাঁন মিয়া (৬৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোভ্যানের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন বিকেলে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজার এলাকায় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফাতেমা আক্তার নিহত হন এবং চালক শামীম আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনাতেও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।