সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালশাপাড়া দুই মহল্লার মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলাকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের জেরে টহল জোরদার করেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে দুই মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে টর্চ জ্বালিয়ে এবং গান বাজিয়ে শুরু হয় সংঘর্ষ।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গত ১৪ নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাকবিতণ্ডার শুরু। এক পর্যায়ে সেটি সংঘর্ষে গড়ায়। যার নেতৃত্বে ছিলেন হোসেনপুর এলাকার ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালশাপাড়া মহল্লার যুবদল নেতা মুছা আহম্মদ।
এরপর থেকেই দফায় দফায় সংঘর্ষ চলে। হাসপাতাল সূত্রে জানা যায়, উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
বর্তমানে ওইসব এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
Tags: মহল্লার মধ্যে সংঘর্ষ, সিরাজগঞ্জ