যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার সদর উপজেলার খোকশাবাড়ী ও চায়নাবাঁধ এলাকায় বৃক্ষরোপন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চায়নবাঁধ এলাকায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। এ সময় সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও সাধারন সম্পাদক তৌহিদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই যুবদল বৃক্ষরোপন করছে।
53
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার সদর উপজেলার খোকশাবাড়ী ও চায়নাবাঁধ এলাকায় বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চায়নবাঁধ এলাকায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও সাধারন সম্পাদক তৌহিদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই যুবদল বৃক্ষরোপন করছে।