স্মার্টফোন মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। যোগাযোগের পাশাপাশি বিনোদন, অফিসের কাজ কিংবা ব্যাংক লেনদেন—সব কিছুই এখন মোবাইল স্ক্রিনে। এসব সুবিধার পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি; সামান্য অসতর্কতা আপনার ব্যক্তিগত তথ্যকে করে তুলতে পারে সাইবার অপরাধীদের সহজ শিকার।
নিরাপদ মোবাইল ফোন ও সাইবার সুরক্ষার জন্য নিচের টিপস মেনে চলতে পারেন
নিয়মিত ডিজিটাল পরিস্কার করুন
ফোনে জমে থাকা পুরোনো অ্যাপ, ছবি, ভিডিও, মেসেজ বা ইমেইল হ্যাকারদের জন্য হতে পারে সহজ লক্ষ্য। নিয়মিত এসব অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলুন। সংবেদনশীল ফাইল ফোনে না রেখে এনক্রিপ্টেড ক্লাউড স্টোরেজে রাখুন। এছাড়া ব্রাউজারের হিস্টোরি, কুকিজ ও ক্যাশ পরিষ্কার করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য খোঁজার সময় ইনকগনিটো মোড ব্যবহার করুন।
ব্যবহারহীন অ্যাকাউন্ট ও এক্সটেনশন লগআউট
ফোনে অনেক সময় পুরোনো বা কম ব্যবহৃত অ্যাকাউন্ট লগইন অবস্থায় থেকে যায়, যা নিরাপত্তা ঝুঁকি বাড়ায়। তাই অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট থেকে সাইন আউট থাকুন। ক্লাউড ব্যাকআপ বন্ধ রাখা, অটো-ডাউনলোড বন্ধ করা এবং অচল ব্রাউজার এক্সটেনশন মুছে ফেলা তথ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে।
নিরাপদ যোগাযোগ মাধ্যম বেছে নিন
সব মেসেজিং অ্যাপ সমান নিরাপদ নয়। যেসব অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নেই, সেগুলোর মাধ্যমে ব্যক্তিগত বার্তা পাঠানো ঝুঁকিপূর্ণ। নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করুন সিগনাল বা এলিমেন্ট। ইমেইল ও ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রোটনমেইল ও প্রোটনড্রাইভ ভালো বিকল্প।
ক্লাউড এনক্রিপশন সক্রিয় রাখুন
অ্যাপল ও গুগল উভয়ই এখন ক্লাউডে উন্নত এনক্রিপশন সুবিধা দিচ্ছে। অ্যাপল ব্যবহারকারীরা “অ্যাডভান্সড ডেটা প্রটেকশন” চালু রাখলে আইক্লাউড ডেটার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে পারেন। অন্যদিকে, গুগল ওয়ান বা অ্যান্ড্রয়েড ব্যাকআপে ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন আপনার তথ্যের নিরাপত্তা আরও জোরদার করে।

স্ক্রিন ও নেটওয়ার্ক সুরক্ষা নিশ্চিত করুন
পাশের কেউ যাতে আপনার স্ক্রিনে কী আছে দেখতে না পারে, তার জন্য ব্যবহার করুন প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর। পাশাপাশি, পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকুন—কারণ এখান থেকেই অনেক সময় হ্যাকাররা সহজে আপনার ডেটায় প্রবেশ করতে পারে।
স্মার্টফোন শুধু একটি যন্ত্র নয়—এটি আপনার ব্যক্তিগত জীবন, স্মৃতি ও গোপন নথির ভাণ্ডার। তাই নিরাপত্তায় কখনোই উদাসীন হবেন না। আজ থেকেই এই ৫টি অভ্যাস গড়ে তুলুন—আপনার তথ্য থাকবে সুরক্ষিত, আর আপনি থাকবেন নিশ্চিন্ত।
Tags: Android phone, Cheap smartphone, iPhone, Mobile phone, Mobile phone price, Oppo, Samsung, vivo, জরুরি টিপস, স্মার্টফোন, স্মার্টফোন নিরাপত্তা